
যোগফল প্রতিবেদক : প্রতারণা করে অনুমতি ছাড়া হাসপাতাল চালানো ও ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে রোগী দেখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাপিড একশান ব্যাটালিয়ান (র্যাব) ১১ এর বিশেষ অভিযানে গতরাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জামিরখান কমপ্লেক্স এর নিচ তলায় কাঁচপুর জেনারেল হাসপাতাল এ্যান্ড ল্যাব এ রোগী দেখার সময় নকল ডাক্তার মোঃ সোলায়মান মোল্লা (৩৭), উৎপল কুমার রায় (৩২) এবং হাসপাতালের এমডি মোঃ আরিফুজ্জামান ওরফে লিটনকে (৩৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাক্তার হিসেবে রোগী দেখার প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্স-রে রিপোর্ট ও আল্ট্রাসনো রিপোর্ট উদ্ধার করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন নিজেদেরকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে কাঁচপুর জেনারেল হাসপাতাল এ্যান্ড ল্যাব এ নিয়মিত রোগী দেখে আসছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নথিপত্র দেখে জানা যায় মোঃ সোলায়মান মোল্লা ইমারজেন্সী মেডিকেল অফিসার (ইএমও) ও উৎপল কুমার রায় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে রোগী দেখে রোগীদের বিভিন্ন প্রকার প্যাথোলজিক্যাল, এক্স-রে ও আল্ট্রাসনো রিপোর্ট প্রস্তুত করে থাকে। হাসপাতালে এক্স-রে মেশিনের অনুমতি না থাকার পরও ঝুকিপূর্ণভাবে এক্স-রে মেশিন পরিচালনা করে আসছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আরিফুজ্জামান ওরফে লিটন ও তারা পরষ্পর যোগসাজসে রোগী দেখে, বিভিন্ন প্রকার অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। তাছাড়া এক বছর পূর্বে এই অনিয়মের কারণে কর্তৃপক্ষ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল।
আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মামলা রুজু করা হয়েছে।