
যোগফল প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে অচেনা এক যুবকের (২৮) গলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। উপজেলার সোনাখালি (বাজহিজলতলী) এলাকায় বুধবার (৩ জুলাই) দুপুরে ঢাকা-রাজশাহী রেল লাইনের কালভার্টের নিচের জলাশয় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানিয়েছে, বুধবার সকালে স্থানীয় লোকজন ওই কালভার্টের নিচে কচুরীপানার ভিতর এক যুবকের গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। তার পড়নে ছিল স্যান্ডেল গেঞ্জি ও জাইঙ্গা। কালিয়াকৈর থানার পুলিশের উপ- পরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনও পর্যন্ত ওই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।