
যোগফল প্রতিবেদক : কোনাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাজমুল কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বনারচর গ্রামের আবু সামা মিয়ার সন্তান।
স্থানীয়রা জানান, বুধবার (১০ জুলাই) কোনাবাড়ী থানা বিল্ডিংয়ের পশ্চিম পাশে কেবি রোডে শাহ আলমের বিল্ডিং এ কাজ করছিলেন নাজমুল।
তিনি বিল্ডিংয়ের নিচ থেকে রড তুলছিলেন উপরে।এসময় রডের এক মাথা বিদুতের মূল তারের সাথে লাগে। লাগার সাথে সাথে নাজমুল ছাদ থেকে নিচে পরে মাথায় আঘাত লাগে।
পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করে।