
যোগফল প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় রাস্তা নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই।
রোববার (১১ অগাস্ট) সকাল আটটার দিকে উপজেলার বরুন বাজারের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবুল কাশেম ওরফে কাজল (৫০) বরুন গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। বরুন বাজারে তার ওষুধের দোকান রয়েছে।
স্থানীয় মজিবুর রহমান যোগফলকে বলেন, সকালে বাড়ি থেকে দূরে বরুন বাজারের পাশে আখ খেতে কাজ করছিল কাজল। সেখানে গিয়ে কাজলের ছোট ভাই রুস্তম আলী (৪৫) ও তার ছেলে শাকিল (১৮) দা দিয়ে এলোপাতারি কুপিয়েছে তাকে। তখন নিজেকে রক্ষা করতে হাতে থাকা কাঁচি দিয়ে ছোট ভাই রুস্তমকে কোপালেও ভাতিজা শাকিলকে কোপ দেয়নি কাজল।
রুস্তম জখম হলেও তার ছেলে রাজমিস্ত্রি শাকিল অক্ষত রয়েছেন; যিনি ঘটনার পর থেকে পলাতক।
ঘটনার পর দুই ভাইকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে কাজলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান।
যোগফলকে তিনি বলেন, কাজলের সমস্ত শরীরে ৮-১০ কোপের ক্ষত রয়েছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। নিহতের ভাই রুস্তমের বুকে ২টি, কানে ১টি ও মাথায় ১টি কোপের ক্ষত রয়েছে। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম যোগফলকে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার বিস্তারিত প্রাথমিক তদন্তের পর জানা যাবে।
নিহতের ছোট বোন মাকসুদা যোগফলকে বলেন, তারা ৩ ভাই ও ৫ বোন। নিহত কাজল বাবার দ্বিতীয় সন্তান। কাজলের কোনও সন্তান নেই। রাস্তা নিয়ে দুভাইয়ের বিরোধ চলছিল অনেক আগে থেকেই। আজ সকালে গরুর ঘাস কেটে অাঁখ খেতে কাজ করছিল কাজল। সেখানে অপর ভাই রুস্তম ও ভাতিজা শাকিল কেন এ হত্যাকাণ্ড ঘটাল তা তিনি জানেন না।
তিনি হাসপাতালে রয়েছেন জানিয়ে বলেন, এ ঘটনায় মামলা করতে অন্য বোনরা কাপাসিয়া থানায় গেছেন।
পবিত্র ঈদুল আজহার আগের দিন ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।