
মাহফুজুর রহমান বাপ্পী : বাগেরহাট জেলার শরণখোলায় সবজি খেত থেকে ৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে । বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের মো. শহিদুল জোমাদ্দারের বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

টাইগার টিমের স্থানীয় ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, প্রথমে শহিদুল জোমাদ্দার তার বাড়ির সবজি খেতে অজগরটি দেখতে পায়।
আরও পড়তে পারেন > দিনমজুরকে ১০ঘণ্টা থানায় আটকে রাখেন কোন আইনে?
পরে টাইগার টিমের সদস্যদের খবর দিলে ভি.টি. আর. টি. ওয়াইল্ড লাইফ ও বন বিভাগের সদস্যরা অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন ।