
মো. আনোয়ার হোসেন : টঙ্গীর আরিচপুর দরবারশরিফ এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বাবুল মিয়া (৪৫) নামের এক বাড়িওয়ালাকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, টঙ্গীর দরবারশরিফ এলাকায় বাড়ির মালিক মো. বাবুল মিয়া এক শিশুকে বিভিন্ন প্রলোভনে ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এলাকাবাসী জানায় বাড়ির মালিক বাবুল খুবই খারাপ চরিত্রের লোক। সে বিভিন্ন সময়ে বাড়ির ভাড়াটিয়া মহিলাদের উদ্যক্ত করতো।
যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির মালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।