
যোগফল রিপোর্ট : ককসবাজার জেলার টেকনাফে মাটি খুঁড়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৮ লাখ টাকা।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলার রঙ্গিখালী গাজিপাড়ায় মোহাম্মদ বেলাল নামের এক ব্যক্তির বাড়ির পাশের মাটি খুঁড়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ হাসান খান বলেন, বেলালের বাড়ির নিচে ইয়াবা লুকানো আছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই বাড়িতে অভিযানে যায়। বাড়ির পাশের মাটি খুঁড়ে পলিথিন মোড়ানো অবস্থায় ৩৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তিনি বলেন, বেলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।