ইফার সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন
যোগফল প্রতিবেদক
26 Jun, 2020 07:10am

ছবি : সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এবং জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন।
ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
মোহাম্মদপুরের বাসায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাত দশটার দিকে তাকে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দশটা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
সামীম মোহাম্মদ আফজাল টানা ১১ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।
বিভাগ : পরম