দুইদিনের সন্তান রেখে মারা গেলেন ক্রিকেটার তিন্নি
04 Aug, 2020 06:48am

২৮ জুলাই ক্রিকেটার সুরাইয়া জান্নাতি তিন্নির কোল আলো করে এসেছে ফুটফুটে সন্তান। দুইদিন পরই মেয়েকে একা করে দিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপজনিত কারণে মারা গেছেন এই নারী ক্রিকেটার। জন্মের পরই নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে পরিচয় ঘটল তিন্নির নবজাতকের। ৩১ জুলাই শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিন্নির পরিবার তাকে উন্নততর চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার চেষ্টা করে। কিন্তু তার শারীরিক অবস্থার এতই অবনতি ঘটে যে তাকে এক হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরের উপায় ছিল না। ৩১ জুলাই আগস্ট রাতেই মারা যান তিন্নি।
তিন্নি যশোর নারী দলের ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে বাংলাদেশ আনসার ভিডিপি দলের হয়ে খেলতেন। প্রথম বিভাগ লীগে খেলেছেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে। পরে যুক্ত হয়েছেন কোচিংয়েও।
ছিলেন ক্লেমন ক্রিকেট একাডেমির প্রথম নারী কোচ। যশোরের মধুসূদন তারা প্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিন্নি।
বিভাগ : খেলা