কুনিয়াপাছরে নিজ বাড়ি থেকে মালিকের লাশ উদ্ধার
23 Nov, 2020 12:48pm

গাজীপুর নগরের গাছা থানা এলাকায় নিজ বাড়ির চিলেকোঠা থেকে এক বাড়ির মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার [২৩ নভেম্বর ২০২০] ভোররাত একটার দিকে স্থানীয় চৌধুরী মার্কেট সংলগ্ন কুনিয়াপাছর এলাকা থেকে নিহত সারোয়ার হোসেনের (৫০) লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী লাভলী বেগম জানিয়েছেন, তার স্বামী সারোয়ার হোসেন এলাকায় একাধিক বহুতল ভবনের মালিক। শ্বশুর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে একটি চার তলা বাড়ি নির্মাণ করে সপরিবারে থাকতেন। বাসা ভাড়া নেওয়ার জন্য তিনি নিয়মিত কুনিয়াপাছর আসতেন।
তিনি আরও জানিয়েছেন, গত ১৪ নভেম্বর তার স্বামী মির্জাপুরের বাসা থেকে বের হন। গত শুক্রবার মোবাইলে তার সাথে যোগাযোগ হয়।
পরিবারের বরাত দিয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেছেন, ‘রোববার দুপুরে বাড়ির ঝাড়ুদার রহিমা বেগম সিঁড়ি ও ছাদ ঝাড়ু দিতে গিয়ে সারোয়ার আলমের ছাদের রুম খোলা পান। রুমে থাকাকালে সারোয়ার কখনও দরজা খোলা রাখতেন না। রহিমা পর পর তিন বার ছাদে গিয়ে প্রতিবারই রুম খোলা পেলে তার সন্দেহ হয়।’
‘রোববার সন্ধ্যার দিকে আবারও রুম খোলা পেয়ে বাড়ির মালিককে ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া না পেয়ে উঁকি দিয়ে খাটের ওপর সারোয়ারের লাশ পড়ে থাকতে দেখেন।’
‘এ দৃশ্য দেখে ঝাড়ুদার রহিমা ভাড়াটিয়াদের ডেকে আনেন। পরে পুলিশকে সংবাদ দেওয়া হলে সোমবার মধ্যরাত একটার দিকে লাশটি উদ্ধার করা হয়।’
ওসি আরও জানিয়েছেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সারোয়ার হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এর পেছনে কী কারণ থাকতে পারে তা প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
বিভাগ : অপরাধ