কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুদক
23 Nov, 2020 06:19pm

সরকারের কাছে কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নবেম্বর ২০২০) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক সচিব দিলওয়ার বখত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমরা তালিকা চেয়েছি সরকারের কাছে।’
তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলেছেন। আমরা এই তালিকা খুঁজছি, তালিকা পাওয়া গেলে আমরা কাজ শুরু করব।’
দিলওয়ার বখত বলেন, ‘যুবলীগের বহিষ্কার হওয়া নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আট কোটি ৭৫ লাখ টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।’
দুদকের এই সচিব বলেন, ‘তদন্তকালে তার নামে ৪২ কোটি ৭৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ছয় কোটি ৫৪ লাখ টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচারের অভিযোগ প্রমাণ হয়েছে।’
বিভাগ : অভিবাসন