কালিয়াকৈরে ২৯ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট
30 Nov, 2020 06:07pm

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার [৩০ নভেম্বর ২০২০] দুপুরে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ ও ভোক্তা অধিকার আইন অমান্য এবং মাস্ক পরিধান না করায় কালিয়াকৈর উপজেলা নির্বাহি অফিসার কাজী হফিজুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী মেজবানী সুইট এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার ৫০০, রনি টেলিকমকে এক হাজার, মনিরুল টি স্টল ৫০০, চন্দ্রা ফুড প্লাজা এক হাজার, হাজি বিরানী হাউস এক হাজার, চন্দ্রা ৭ স্টার হোটেলকে ২ হাজার, সকাল সন্ধা রেস্টুরেন্টকে ৫ হাজার, আজিজ স্টোরকে ৫ হাজার, আজিজ টেলিকম ২ হাজার, মা টেলিকমকে ২ হাজার, হোটেল বিরতীকে ৫ হাজার, ভাই ভাই হোটেলকে ২ হাজার এবং মাস্ক পরিধান না করায় কালামপুরের দুইজন নাগরিককে ৪০০ মোট ২৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার, কালিয়াকৈর থানার সাব ইন্সপেক্টর মো. কালাম ও পৌরসভার কর নির্ধারক খন্দকার আনোয়ারুল মামুন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : কোর্টকাচারি