রোজিনার ছবির শুটিং মার্চে
05 Jan, 2021 08:05pm

আনারকলি, দোলনা, ও 'সাত ভাই চম্পা' সিনেমার অভিনয় শিল্পী রোজিনা। ঢাকার সিনেমা ইন্ডাষ্ট্রির সোনালী দিনের শিল্পী তিনি। সে সময় অভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণির শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ক্যামেরার সামনে দ্যোতি ছড়ানো এ শিল্পী এবার অভিজ্ঞতার কারিশমা দেখাবেন ক্যামেরার পেছনে। মানে সিনেমা নির্মাণ করবেন তিনি। নির্মাণের পাশাপাশি অভিনয়ও করবেন সেই সিনেমায়। ছবির নাম 'ফিরে দেখা'।
বছরের একেবারে শেষের দিন ৩১ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই 'ফিরে দেখা'র পোস্ট প্রডাকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।
মঙ্গলবার [৫ জানুয়ারি ২০২১] বিকালে রোজিনা বললেন, 'মার্চ মাসের ১ তারিখ থেকে 'ফিরে দেখা'র শুটিং শুরু করবো। এখন ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। গানগুলোরও রেকর্ডিং করছি। এর মধ্যে ছবির আর্টিস্টও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।'
বিভাগ : কোমল