সিইসিসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিলেন ১০ আইনজীবী
যোগফল প্রতিবেদক
07 Jan, 2021 01:40pm

ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ (সিইসি) ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে ‘জাল’ বিলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। এ ব্যাপারে অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করেছেন তারা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি ২০২১) সকালে দুদক চেয়ারম্যানের কাছে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী অভিযোগটি দাখিল করেন। এতে বলা হয়েছে, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা ব্যতীত ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচসহ সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে।
আইনজীবী শিশির মনির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিভাগ : নির্বাচন
এই বিভাগের আরও