ওয়াশিংটনে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা
যোগফল ডেস্ক
07 Jan, 2021 01:45pm

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র শহরে আরও ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। সূত্র: বিবিসি।
মেয়র মুরিয়েল বাউজার বলেছেন, “অনেকেই অস্ত্রসহ এখানে এসেছেন সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নিতে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ করেছেন।”
জরুরি অবস্থার ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য কারফিউ দেওয়া, জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিত পারবে শহর কর্তৃপক্ষ।
২১ জানুয়ারি দুপুর তিনটা পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে।
এর আগে সহিংসতার জেরে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত শহরে কারফিউ জারি হয়।
বিভাগ : ভিনদেশ