করোনাভাইরাস
করোনায় ২৫ জন মারা গেছে
যোগফল প্রতিবেদক
10 Jan, 2021 06:26pm

গাজীপুর জেলায় করোনায় মারা যাওয়া একজনের লাশ দাফনের প্রক্রিয়া
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭১ জন।
রোববার [১০ জানুয়ারি ২০২১] বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত এক হাজার ৭১ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন। আরও ২৫ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৮১ জন হয়েছে।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন হয়েছে।
বিভাগ : পরম