মীর আক্তার হোসাইন লিমিটেডের আইপিও লটারির ২১ জানুয়ারি
যোগফল প্রতিবেদক
13 Jan, 2021 07:05pm

ছবি প্রতীকী
বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে মীর আক্তার হোসাইন লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির হতে পারে ২১ জানুয়ারি। তবে বিষয়টি নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতির উপর। বিএসইসির অনুমোদন পেলে ওই দিন লটারি অনুষ্ঠিত হবে।
বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং সম্পন্ন করা মীর আক্তার হোসাইন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হয় ২৪ ডিসেম্বর। যা চলে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে গত ০৪ নভেম্বর কমিশনের ৭৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। মীর আক্তার কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
বিভাগ : শিল্পবাণিজ্য