৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ ও ২৬ ফেব্রুয়ারি
14 Jan, 2021 12:39pm

৪১ ও ৪২তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। ৪১তম বিসিএস পরীক্ষা আগামী ১৯ মার্চ এবং ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার [১৪ জানুয়ারি ২০২১] বিপিএসসির এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষা কেবল ঢাকায় বিকাল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৪১তম বিসিএস পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
৪১তম বিসিএস পরীক্ষা নির্ধারিত দিনে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও অন্য নির্দেশাবলী সম্পর্কিত তথ্য বিপিএসসি ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিভাগ : দফতর