করোনায় ১৬ জনের মৃত্যু
14 Jan, 2021 07:26pm

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৭ হাজার ৮৪৯ জন।
একই সময়ে অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে মোট ১৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষায় আরও ৮১৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার চার দশমিক ৯০ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন।
বৃহস্পতিবার [১৪ জানুয়ারি ২০২১] বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে আট জন পুরুষ ও পাঁচ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের দুইজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব আছেন নয় জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন।
মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ৩৪ লাখ এক হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
বিভাগ : স্বাস্থ্য