ই-জেনারেশনের আইপিও আবেদন শেষ হবে সোমবার
16 Jan, 2021 12:08pm

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ই-জেনারেশন লিমিটেডের আবেদন শেষ হচ্ছে আগামী সোমবার [ ১৮ জানুয়ারি ২০২১]। প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ব্রোকারেজ হাউজগুলোতে কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হচ্ছে।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইসু মূল্যের এক কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। এই টাকায় বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৮২ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য রয়েছে ২০.৫৬ টাকা।
বিভাগ : শিল্পবাণিজ্য