এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না: মাহবুব তালুকদার
16 Jan, 2021 05:41pm

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দ্বিতীয় ধাপে আজ পৌরসভা নির্বাচনের কয়েকটি ভোটকন্দ্র ঘুরে দেখে ‘এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না’ বলে তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন।
মাহবুব তালুকদার শনিবার [১৬ জানুয়ারি ২০২১] সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করে সাংবাদিকদের পাঠানো লিখিত বিবৃতিতে তার পর্যবেক্ষণের কথা জানান। বেলা একটা পর্যন্ত যে তথ্য পেয়েছেন তাতে তিনি বলেন, ‘সেসব ভোটকেন্দ্রে ৭ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৩২ জন ভোট প্রদান করেছন। তিনটি বুথে আমি তিন জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি।’
এসব তথ্য তুলে ধরে মাহবুব তালুকদার বলেছেন, ‘এমতাবস্থায়, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।’
বিভাগ : নির্বাচন