করোনায় ২০ জন মারা গেছে
19 Jan, 2021 06:04pm

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯৪২ জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭০২ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৯ হাজার ৩১ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ৬৮২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার [১৯ জানুয়ারি ২০২১] স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।
বিভাগ : স্বাস্থ্য