করোনায় মারা গেলেন সাংবাদিক আফজালুর রহমান
21 Jan, 2021 08:02pm

করোনাভাইরাস সংক্রমণে মারা গেলেন সাংবাদিক আফজালুর রহমান। তিনি চ্যানেল ৯-এ কর্মরত ছিলেন। বৃহস্পতিবার [২১ জানুয়ারি ২০২১] বেলা চারটায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
আফজালুর রহমান গত ৩ জানুয়ারি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার কফিন রাতেই নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। শুক্রবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আফজালুর রহমানের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহি কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিভাগ : পরম