ভীতি দূর করতে প্রধানমন্ত্রীকে প্রথমে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জাফরুল্লাহর
22 Jan, 2021 03:07pm

জনমনে ভীতি দূর করতে প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনাকারী ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
ভারতের এক-তৃতীয়াংশ মানুষ ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিন নেওয়ার পর হয়তো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।’
শুক্রবার [২২ জানুয়ারি ২০২১] সকালে ঢাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
যেসব পেশাজীবী শ্রমিকদের করোনার সংক্রমণ-ঝুঁকি বেশি, তাদের মাঝে ভ্যাকসিন বিতরণ করতে সরকারকে উপদেশ দিয়েছেন তিনি।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সব চিকিৎসকদের নয়, যারা করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন, শুধু তাদের আগে ভ্যাকসিন দেওয়া উচিত। একইভাবে শুধু ট্রাফিক পুলিশদের ভ্যাকসিন দেওয়া উচিত।’
পাশাপাশি সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শেষ হওয়ার আগে বেসরকারিভাবে ভ্যাকসিন দেওয়ার অনুমোদন না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
‘আমরা দেখেছি যে, যখনই একটি পণ্যের মূল্য বেড়ে যায়, তখনই অসৎ লোকেরা নকল জিনিস তৈরির মাধ্যমে অর্থ আয়ের সুযোগ নেয়’, বলেন জাফরুল্লাহ চৌধুরী।
বিভাগ : স্বাস্থ্য