‘করোনার নতুন ধরনের ওপর টিকা কাজ করছে না’
যোগফল প্রতিবেদক
22 Jan, 2021 10:47pm

ছবি প্রতীকী
দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরনের ওপর বর্তমানে আবিষ্কৃত কোনো টিকাই কাজ করছে না বলে দুইটি গবেষণা জানিয়েছে।
ছয়জন করোনা রোগীর ওপর চালানো গবেষণার ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সিএনএন জানিয়েছে।
আফ্রিকা হেলথ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী অ্যালেক্স সিগাল বলেন, এ মিউটেশন অন্য মিউটেশনগুলেকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে বলে মনে হচ্ছে। ফলে বর্তমানে তৈরি টিকা কার্যক্রম ঝুঁকিতে পড়তে পারে।
গবেষণায় পাওয়া ফল বলছে, যদি কেউ আগে থেকেই করোনাক্রান্ত হয়ে থাকেন, তবে এ নতুন ভ্যারিয়েন্ট তার জন্য আরও মারাত্মক হতে পারে। এমনকি হতে পারে এর আগে সাউথ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেবল ডিজিজের গবেষণাতেও একই ধরনের ফল এসেছিল।
বিভাগ : স্বাস্থ্য