বইমেলা শুরু ১৮ মার্চ
যোগফল প্রতিবেদক
25 Jan, 2021 06:54pm

ছবি প্রতীকী
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবছরের অমর একুশে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে হবার আলোচনা ছিল। কিন্তু সেই শঙ্কা পাশ কাটিয়ে আগের মতোই হবে বইমেলা। তা শুরু হচ্ছে ১৮ মার্চ।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, সোমবার [২৫ জানুয়ারি ২০২১] প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা।
এরমধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে। সেটি ঠিক করা হবে।
বিভাগ : শিকড়