আল জাজিরার বাংলাদেশে সম্প্রচার বন্ধের রিট শুনানি বুধবার
যোগফল প্রতিবেদক
09 Feb, 2021 07:26pm

সুপ্রীমকোর্ট
কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার বাংলাদেশে সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি কাল বুধবার [১০ ফেব্রæয়ারি ২০২১] অনুষ্ঠিত হবে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ শুনানির জন্য এই দিন নির্ধারণ করে দেন।
এর আগে মঙ্গলবার বিকালে রিটের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের কার্য দিবস শেষ হওয়ায় কাল রিটের উপর শুনানি হবে বলে হাইকোর্ট জানায়।
বিভাগ : কোর্টকাচারি
এই বিভাগের আরও