ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ১০জন নিহত
যোগফল প্রতিবেদক
10 Feb, 2021 08:11pm

ছবি : সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ১০জন নিহত হয়েছেন।
বুধবার [১০ ফেব্রুয়ারি ২০২১] বিকাল তিনটার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিভাগ : দুর্যোগ দুর্ঘটনা
এই বিভাগের আরও