ক্যান্সারের রোগী সেজে তহবিল গঠনের দায়ে নারীর শাস্তি
যোগফল রিপোর্ট
12 Feb, 2021 10:28pm

ছবি : সংগৃহীত
ক্যান্সারের কথা বলে তহবিল সংগ্রহের দায়ে এক নারীকে সাজা দিয়েছে বৃটেনের একটি আদালত। ৪২ বছর বয়সী নিকোল এলকাব্বাস নামের ওই নারী দাবি করে আসছিলেন তিনি ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত। এর চিকিৎসার জন্য তিনি সাহায্য চেয়ে তহবিল গঠন করেন। এতে জমা পরে ৫২ হাজার ইউরোর থেকেও বেশি অর্থ। এই অর্থ তিনি ব্যয় করতেন তার জাঁকজমকপূর্ণ জীবনের জন্য।
ডেইলি মেইল জানিয়েছে, প্রতারণার জন্য গোফান্ডমি নামের একটি ওয়েবসাইট ব্যবহার করেন এলকাব্বাস। সেখানে পাওয়া অর্থ তিনি তার নিজের অ্যাকাউন্টে নিয়ে নেন। সেই অর্থ তিনি ব্যয় করেন জুয়া খেলে এবং আগের ঋণ পরিশোধে।
এছাড়া তিনি ব্যয়বহুল জীবনযাপন শুরুকরেন। টটেনহামের একটি ম্যাচ দেখতে খরচ করেন সাড়ে তিন হাজার ইউরো।
বিভাগ : ভিনদেশ