গবেষণায় জালিয়াতির অভিযোগ ঢাবি শিক্ষক লীনা তাপসীর বিরুদ্ধে
যোগফল প্রতিবেদক
27 Mar, 2021 08:09pm

ছবি : সংগৃহীত
এবার পিএইচডি গবেষণায় চৌর্যবৃত্তি করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক মহসীনা আক্তার খানমের (লীনা তাপসী খান) বিরুদ্ধে। ১৫টি অধ্যায় সম্বলিত ২৭৭ পৃষ্ঠার ‘নজরুল সঙ্গীতে রাগের ব্যবহার’ নামে তার একটি গবেষণা প্রকাশ হয় ২০১০ খ্রিস্টাব্দে।
পরে ২০১১ সালে এটি বই আকারে প্রকাশ হয়। বইয়ের মোট ১৫টি অধ্যায় রয়েছে। এর মধ্যে ১১টির ১৫২টি পৃষ্ঠায় কোনো ধরনের রেফারেন্স ছাড়াই বিভিন্ন লেখক ও গ্রন্থের অংশ তুলে ধরা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, লীনা তাপসী খান ‘নজরুল সঙ্গীতে রাগের ব্যবহার’ গ্রন্থে ২৭৭ পৃষ্ঠার মধ্যে প্রায় ১৫২ পৃষ্ঠার লেখাই বিভিন্ন বই থেকে হুবহু নকল করে নিজের বলে চালিয়ে দেন। অবশিষ্ট পৃষ্ঠাগুলোর অনেক তথ্যও ঠিক নয়।
বিভাগ : কোমল