উখিয়ায় আগুনে পুড়ে তিন ঘুমন্ত রোহিঙ্গার মৃত্যু
02 Apr, 2021 02:00pm

ককসবাজার জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নে শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও কয়েকজন। নিহত তিনজনই দোকানের কর্মচারী ও রোহিঙ্গা নাগরিক ছিলেন। এছাড়া আগুনের ঘটনায় সাতটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
নিহতরা হলেন: ১০নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১০ ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের সন্তান আনছার উল্লাহ (২০), মোস্তফার সন্তান ফরিদুল ইসলাম (২৫) ও রেজাবুলের সন্তান আয়াছ (২২)।
উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমদাদুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়বিভিন্ন হাসপাতাল ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিভাগ : দুর্যোগ দুর্ঘটনা