গাছা থানায় ডিজিটাল আইনের মামলায় ‘শিশুবক্তা’ কারাগারে
08 Apr, 2021 01:59pm

‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর নামে গাজীপুর নগরীর গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার [৮ এপ্রিল ২০২১] সকালে র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদি হয়ে মামলাটি করেন।
বুধবার [৭ এপ্রিল] ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব।
তার মোবাইল ফোনে আপত্তির নানা ভিডিয়ো পাওয়ার খবর ভাইরাল হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, বৃহস্পতিবার সকালে র্যাব-১ এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদি হয়ে গাছা থানায় বিতর্কিত বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
নিয়মিত আদালত বন্ধ থাকলেও বিশেষ আদালতের দায়িত্বে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলামকে আটক করার পর ছেড়ে দেয় পুলিশ।
বিভাগ : কোর্টকাচারি